আগরতলা, ১৮ আগস্ট: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে শারীরিক নির্যাতন এবং খুন করা ঘটনায় উত্তাল সারা দেশ। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।
রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলায় মৌন প্রতিবাদ মিছিল করলো ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। এদিন সন্ধ্যায় রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে আর এম এস চৌমুহনী, অরিয়েন্ট চৌমুহনী শকুন্তলা রোড হয়ে আবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। সেই সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদিকা শ্রেয়শী লস্কর, অর্পিতা সরকারসহ অন্যান্যরা।
এদিন মিছিলে অংশগ্রহণকারী কর্মী সমর্থকরা মুখে কালো ফিতা এবং হাতে মোমবাতি জ্বালিয়ে শামিল হয়েছিলেন। সেই সঙ্গে তাদের হাতে নারী নির্যাতন বন্ধ সম্বলিত বিভিন্ন প্লে-কার্ড ছিল। মিছিলের শুরুতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সবার নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন, সারাদেশ জুড়ে মহিলাদের উপর নির্মম অত্যাচার চলছে। কলকাতার পর উত্তরাখন্ড এমনকি রাজ্যের উদয়পুর মহকুমাতেও নারীদের উপর ধর্ষণ ও নির্মম অত্যাচার চলছে। কিন্তু বর্তমান সরকার এইসব দেখেও নিরব দর্শকের ভূমিকা রয়েছে। অবিলম্বে নারী নির্যাতন বন্ধের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। গুজরাটের বিলকিস বানু হত্যাকারীদের যেভাবে ফুলের মালা দিয়ে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল তা থেকে এই সরকারের অপরাধীদের প্রতি মানসিকতার পরিচয় পাওয়া যায় বলেও মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন নারীদের স্বার্থে তাদের আন্দোলন জারি থাকবে।
0 মন্তব্যসমূহ