আগরতলা, ৫ আগস্ট : নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্তব্য পালনেও এগিয়ে আসছে ত্রিপুরা কৃষি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন তথা তাগা। এরই প্রেক্ষিতে তারা সারা বছর ধরে নানা সামাজিক কর্মসূচি পালন করে। তার অংশ হিসেবে পশ্চিম জেলার অন্তর্গত বড়কাঠল শান্তি কালী আশ্রমে বিভিন্ন ফলের চারা বিতরণের মাধ্যমে একটি সমাজসেবা মূলক কার্যক্রম গ্রহণ করেছে। এই অনুষ্ঠানে শান্তি কালী আশ্রমের মহারাজ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিত্ত রঞ্জন দেববর্মা মহারাজ এবং পর্যটন, খাদ্য ও জনসংভরণ, পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আদিবাসী কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত ছিলেন। তারা সকলে ত্রিপুরা কৃষি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সামাজিক কাজের প্রশংসা করেন।
0 মন্তব্যসমূহ