Advertisement

Responsive Advertisement

রামনগর বিধানসভার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক দীপক মজুমদার

নিউজের ভিডিও দেখার জন্য ক্লিক করুন লিংকে 👈
আগরতলা, ২০আগস্ট : অতিভারী বৃষ্টির কারণে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়ে পড়েছে। এর ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রাজ্যের বহু জায়গায় বাড়িঘর কৃষি জমি বন্যার জলে তলিয়ে গিয়েছে। রাজধানী আগরতলার উপর দিয়ে বয়ে চলা হাওড়া নদীর জল শহরের বিভিন্ন এলাকাকে প্লাবিত করেছে। এরমধ্যে রয়েছে ৭ নং রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর, দক্ষিণ জয়নগর ইত্যাদি এলাকা। বানভাসী এলাকা পরিদর্শন করেন ৭-রামনগর বিধায়ক তথা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার। তিনি লাইফ জেকেট পরে নৌকায় চড়ে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। যে সকল মানুষ বন্যার মধ্যেও বাড়ি ঘরে রয়েছে তাদের সঙ্গে কথা বলেন। নিরাপদ স্থানে চলে আসার আহ্বান জানান পাশাপাশি তাদে সমস্যা সম্পর্কে অবগত হন তিনি। 
 পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বন্যা দুর্গত মানুষদের সহায়তার জন্য প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সকল বাড়িতে জল ঢুকেছে তাদেরকে প্রশাসনের তরফে রান্না করা হচ্ছে। সেইসঙ্গে পানীয় জলসহ প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হচ্ছে বলেও জানান। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মানুষের যাতে কোন ধরনের সমস্যা না তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ