আগরতলা, ১৪ আগস্ট : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে দেশ জুড়ে এখন চলছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সরকারি বেসরকারি আধাসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে নিজ বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সারা দেশের মানুষ যাতে এই কর্মসূচিতে শামিল হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এ কিভাবে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় যাতে এই কর্মসূচি পালন করা হয় এবং সমাজের সকল অংশের মানুষ যাতে এতে শামিল হন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডা মানিক সাহা সকলকে আহ্বান জানিয়ে ছিলেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় পতাকার মোড়ে নেওয়া হয়েছে রাজ্যকে।
মুখ্যমন্ত্রীর এই আহ্বানকে সমাজের সফল করে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমারও। এই কর্মসূচিতে শামিল হওয়ার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানিয়ে ছিলেন। এমনকি পশ্চিম জেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বয়সী মানুষের যাতে এই কর্মসূচিতে শামিল হন তাই তিনি নিজে পশ্চিম জেলার সীমান্তবর্তী এলাকা মতিনগর গজারিয়া এলাকায় ঘুরে ছোট ছোট শিশু, মহিলা এবং প্রবীণ নাগরিকদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে ছিলেন। এমনকি পরিবার-পরিজন থেকে হাজার কিলোমিটার দূরে থেকে যারা আমাদের সীমান্তকে সুরক্ষিত করে রেখেছেন এবং যাদের কারণে আমরা নিশ্চিন্তে রাত্রি যাপন করতে পারছি এই সকল সীমান্তরকি বাহিনীর জওয়ানদের হাতেও জাতীয় পতাকা তুলে দেন এবং তারাও যাতে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে শামিল হতে পারে তাই উদ্যোগ গ্রহণ করেন। জেলাশাসকের এমন উদ্যোগে উচ্ছ্বাস ব্যক্ত করেন সাধারণ মানুষ।
0 মন্তব্যসমূহ