Advertisement

Responsive Advertisement

প্রয়োজনে বাংলাদেশের প্রতিনিধিরা এসে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প ঘুরে যেতে পারেন: রতন নাথ


আগরতলা, ২৩ আগস্ট : রাজ্যের গোমতি জেলার ডুম্বুরজল প্রকল্পের জল ছাড়া নিয়ে লোকচুরির কোন বিষয় নেই, চাইলেই বাংলাদেশের কোন জনপ্রতিনিধি বা সরকারী আধিকারিক বৈধ পথে ত্রিপুরা রাজ্যে এলে তাদের বিদ্যুৎ প্রকল্পটি ঘুরিয়ে দেখানো হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। 
এদিন মন্ত্রী আরো বলেন ডুম্বুরজল বিদ্যুৎ প্রকল্পের বাঁধের জল যখন ৯৪মিটারের বেশী হয়ে যায় তখন স্বয়ংক্রিয় ভাবে অতিরিক্ত জল গেট খুলে বেরিয়ে যায় আবার ৯৪মিটারের নিচে জল নেমে গেলে গেট বন্ধ হয়ে যায়। এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশের কিছু কিছু মানুষ ভুল বুঝেছেন এবং বিভ্রান্ত হচ্ছেন। তিনি আরো বলেন ভারতবর্ষ সবসময় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। ভারত সরকার বা ত্রিপুরা সরকারের কোন চিন্তা ভাবনা নেই যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার। সেই সঙ্গে মন্ত্রী বলে যদি এমন হতো তবে ত্রিপুরা থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে তা বন্ধ করে দেওয়া হতো কারণ বাংলাদেশের কাছ থেকে ত্রিপুরা বিদ্যুৎ বাবদ বকেয়া পাবে ১৮০কোটি টাকা পাবে। এরপর নিয়মিত ভাবে সেদেশে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ