Advertisement

Responsive Advertisement

২৪ ঘন্টায় ২ যুবতিসহ চৌদ্দ বাংলাদেশি নাগরিক আটক, সেইসঙ্গে আটক চার ভারতীয় সহযোগী



আগরতলা, ১৯ আগস্ট : বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতির কথা চিন্তা করে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে কোরআন ও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকে। কিন্তু তারপরও বাংলাদেশী অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। প্রায় প্রতিদিনই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঘটছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমা দিয়ে অনুপ্রবেশের সময় ১৮ জন ধরা পড়ে। 
মোহনপুর মহকুমার এয়ারপোর্ট থানা, সিধাই থানা, সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির সীমান্ত এলাকা থেকে ৪ ভারতীয় দালাল এবং ১৪ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হয় রাজ্য পুলিশের হাতে। এই বিষয়ে মোহনপুরের এসডিপিও বিজয় সেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মোহনপুরের গোপালনগর সীমান্ত এলাকা থেকে দুই অটো চালক, দুই দালাল এবং ৮ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা নিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়। 
অন্যদিকে সুন্দর টিলা ফাঁড়ির পুলিশের হাতে আটক ৩ অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী যাদের মধ্যে ৩ জনই পুরুষ। এম বি বি বিমানবন্দর থেকে গ্রেপ্তার ৩ অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী। যাদের মধ্যে দুই জন যুবতী এবং এক যুবক, তাদের থেকে বাকা পথে টাকার বিনিময়ে বানানো ভারতীয় নথি আধার কার্ড পাওয়া যায়। তাদের সোমবার আদালতে প্রেরণ করা হয় বলে জানান এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল। এভাবে প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশের ঘটনায় চিন্তিত সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী ভারতীয় নাগরিকরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ