Advertisement

Responsive Advertisement

বাংলাদেশের প্রতিনিয়ত সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আগরতলা প্রেসক্লাবের বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: প্রতিবেশী বাংলাদেশে এই সময়ে ৫ জন সাংবাদিককে খুন করা হয়েছে। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর দৈহিক ভাবে আক্রান্ত হয়েছেন শতাধিক সাংবাদিক।একইভাবে সাংবাদিকদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। বাংলাদেশে সাংবাদিকদের উপর ধারাবাহিক ভাবেই যে আক্রমণ এর ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব। বাংলাদেশে চলমান অস্থিরতায় সাংবাদিকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবের সামনে রবিবার দুপুরে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। 

দাবি করা হয়েছে অবিলম্বে সাংবাদিকদের উপর যেকোনো ধরনের আক্রমণের ঘটনা বন্ধে কঠোর ভূমিকা পালন করুক সেদেশের তত্বাবধায়ক সরকার। যারা সাংবাদিকদের খুন করেছে এবং আক্রমণ করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে আগরতলা প্রেসক্লাবের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে। এদিনের কর্মসূচিতে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে, সঞ্জীব দেব, বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, কল্যানজিৎ সিংহ, সঞ্জীত দেবনাথ সহ আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির সদস্য সাংবাদিক, চিত্র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এখনি প্রতিবেশী বাংলাদেশে সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ না হলে আরও বৃহত্তর পরিসরে বিশ্বব্যাপী আন্দোলন ছড়িয়ে দিতে আগরতলা প্রেসক্লাবও ভূমিকা পালন করবে বলে আলোচনার সময় জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিকরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ