Advertisement

Responsive Advertisement

বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন শহরের পরোপকারী দুই জন


আগরতলা, ২৬ আগস্ট : সাম্প্রতিক সময়ের রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার মানুষ। তাদের সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, সামাজিক সংস্থা, এমনকি ব্যক্তিগত উদ্যোগেও বন্যা দুর্গত মানুষদের সহায়তা করা হচ্ছে। 
 বন্যার কারণে রাজধানী আগরতলার ইন্দ্রনগর এলাকার একটা বড় অংশের মানুষক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তায় এগিয়ে এলেন দুই জন পরোপকারী মানুষ। এরা হলেন গার্ডেন ভিউ স্কুলের প্রতিষ্ঠাতা এবং জি বি বাজার এলাকার বিশিষ্ট নাগরিক বিজয় ঘোষ এবং রাজ্য সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরে কর্মরত সিনিয়র সাইন্টিফিক অফিসার অঞ্জন সেনগুপ্ত। বন্যা দুর্গত মানুষদের কষ্ট দেখে তারা সোমবার দক্ষিণ ইন্দ্রানগর এলাকার বন্যা পিড়িত ২০পরিবারের হাতে তোশোক, বালিশ সহ খাদ্য সামগ্রী তুলে দেন। প্রকৃতির রুশানালের শিকার এই সকল মানুষেরা সামগ্রীগুলি পেয়ে খুশি ব্যক্ত করেন এবং দুই হাত তুলে তাদের আশীর্বাদ করেন। এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অঞ্জন সেনগুপ্ত বলেন, এটা রবিবারের সাইকেলিং এর থেকে বেশী তৃপ্তি দয়াক ছিল। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, পরিবেশ দূষণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এবং বাইসাইকেল চালানোর সার্বিক উপকারিতার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য অঞ্জন সেনগুপ্ত এবং ওনার সঙ্গী বেশ কয়েকজন মিলে প্রতি রবিবার সাইক্লিং করে থাকেন। পাশাপাশি তারা নিয়মিত ভাবে সারা বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে থাকেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ