আগরতলা, ৬ আগস্ট: প্রদেশ বিজেপির নতুন প্রভার হিসেবে দায়িত্ব পেয়েছেন আসামের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা ডা রাজদীপ রায়। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বিকেলে প্রথম তিনি আগরতলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। প্রভারী হিসেবে নিজের দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই রাজ্য ও সংগঠনকে মজবুত করে ভারতের মধ্যে এক নম্বর থানে যাতে তুলে নিয়ে যাওয়া যায় এটাই তার মূল লক্ষ্য। বিজেপি সরকার রাজ্যের দুই দফার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের কল্যাণে অনেক কাজ করেছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
সেই সঙ্গে তিনি আরো জানান কেন্দ্রীয় কমিটি থেকে নিযুক্তি পেয়ে সোমবার রাজ্যে এসে পৌঁছে ছিলেন নবনিযুক্ত প্রভারী রাজদীপ রায়। এদিন সকালে তিনি ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করেন ও দেবীকে পূজা দিয়ে আসেন।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরার পরিবর্তন শুরু হয়েছে এবং নতুন দিশায় অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষাধিক মানুষ ঘর পেয়েছেন। যাদের মাথার ওপর ছাড় ছিল না তাদের মাথা গোজার ঠাই হয়েছে। এখনো অনেকে পাননি আগামী দিনের তারা পেয়ে যাবেন। ২০২৬- ২৭ অর্থ বছরের মধ্যে তাদেরও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হবে। জল জীবন মিশনেও ৮৩ শতাংশ মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে। বাকিটাও সম্পূর্ণ করা হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় প্রতিটি গ্রামে পাকা রাস্তা হয়েছে। আগে যেখানে রাজ্যে মাত্র একটি জাতীয় সড়ক ছিল সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যে ছয়টি জাতীয় সড়ক হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সারা দেশের মধ্যে এই রাজ্য রেকর্ড সৃষ্টি করেছে বলে অভিমত ব্যক্ত করেন।
পাশাপাশি তিনি প্রসঙ্গে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, দল এবং সংগঠনকে মজবুত করার জন্য প্রয়োজনে তিনি রাজ্যের প্রতিটি আনাচে-কানাচে চষে বেড়াবেন। এর জন্য জেলা থেকে বুথ স্তরের নেতৃত্বদের সহযোগিতা করার আহ্বান রাখেন।
এদিন প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রভারীর পাশাপাশি ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ মিডিয়া সেলের কনভেনার সুনিত সরকার। প্রথমে সাংবাদিকদের সঙ্গে নতুন প্রভাবের পরিচয় করিয়ে দেন কনভেনার সুনিত সরকার।
0 মন্তব্যসমূহ