Advertisement

Responsive Advertisement

যীষ্ণু দেববর্মার ঐতিহাসিক নিযুক্তিতে গর্ব করবে পরবর্তী প্রজন্ম: মুখ্যমন্ত্রী


 
আগরতলা, ১২ আগস্ট: তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার নিযুক্তি ত্রিপুরার জন্য একটি ইতিহাস রচনা করেছে। আমাদের পরবর্তী প্রজন্মও এই কৃতিত্বের জন্য সবসময় গর্বিত বোধ করবে।
                            সোমবার সূর্যমণিনগর মন্ডলের উদ্যোগে আমতলিতে আয়োজিত তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মার নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি জানান, এই মাইলফলক ত্রিপুরার ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে৷
                                 অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এটা সত্যিই আমাদের জন্য আনন্দের দিন। কিছুদিন আগে আমি নীতি আয়োগের বৈঠক এবং মুখ্যমন্ত্রীদের কনক্লেভে যোগ দিতে দিল্লি গিয়েছিলাম। সেখানে নীতি আয়োগের বৈঠকের পরে আমি খবর পাই যে আমাদের প্রিয় যীষ্ণু দেববর্মাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেছেন। যা খুবই আনন্দের খবর ছিল। আর এই পদক্ষেপ সত্যিই ত্রিপুরায় ইতিহাস তৈরি করেছে। শ্রী দেববর্মা ত্রিপুরার রাজপরিবারের সদস্য এবং আমারও বাল্যকালের বন্ধু।
                                    মুখ্যমন্ত্রী বলেন, যখন তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হন, তখন যীষ্ণু দেববর্মাও উপমুখ্যমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। আমাদের মধ্যে পারস্পরিক সমন্বয় অসাধারণ ছিল। তিনি তাঁর সমস্ত দায়িত্ব খুবই সুচারুভাবে পালন করেছেন। জাতি ও জনজাতি উভয় অংশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন। আর এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে এত ছোট রাজ্য থেকে জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা আমরা কখনো ভাবতেও পারি নি। যা ত্রিপুরার ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে। এনিয়ে আগামী প্রজন্মও গর্ব করবে। আমরা খুবই খুশি। তিনি একজন রাজনীতিবিদ, লেখক, কবি ও সঙ্গীতের সাথে জড়িত এবং সর্বোপরি একজন ভালো মনের মানুষ। আমি আত্মবিশ্বাসী যে, তিনি যেভাবে ত্রিপুরার জনগণের জন্য কাজ করেছেন, সেভাবে তেলেঙ্গানার জন্যও একইভাবে কাজ করবেন।
                      অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ