Advertisement

Responsive Advertisement

এবারের বন্যায় রাজ্যে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে : রাজস্ব সচিব

আগরতলা, ২৩ আগস্ট : এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা। বন্যায় রাজ্যে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে, দুইজন নিখোঁজ রয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। 
সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ জেলায়, সেখানে বন্যার কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। গোমতি জেলা ও দক্ষিণ জেলা খারাপ রাজ্যের বাকি ছয় জেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিকদের একথা জানিয়েছেন ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। 
তিনি আরো জানান গোমতী এবং দক্ষিণ জেলা ছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে উদ্ধারকার্য বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ এবং গোমতি জেলার বহু জায়গায় পৌঁছানো যাচ্ছে না মাটি ধস এবং রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে। হেলিকপ্টারে করে খাবার জলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী ঐ সকল এলাকার মানুষদের মধ্যে বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে ১১ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে রাস্তা মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় ৫০০টির বেশি শিবির স্থাপন করা হয়েছে এর মধ্যে দুই লাখের বেশি মানুষ রয়েছেন। দু'দিন ধরে বৃষ্টি না হলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী দুই-তিন দিন বৃষ্টি হতে পারে। তাই রাজ্য সরকারের তরফে সতর্ক নজরদারি করা হচ্ছে। বিপর্যয় মোকাবেলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে রাজ্যে রয়েছে এবং এর মধ্যে কয়েকটি টিম এখনো কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে এবারের বন্যায় রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ হাজার কোটি টাকার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ