Advertisement

Responsive Advertisement

কিষান মোর্চার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে সবজি বীজ বিতরণ

আগরতলা, ৩১ আগস্ট: বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলো প্রদেশ বিজেপি কিষান মোর্চা। বিলোনিয়া মন্ডলের চৌদ্দটি গ্রাম পঞ্চায়েতের বন্যা বিধ্বস্ত গরীব কৃষকের মধ্যে মাইছড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সবজি বীজ বিতরণ করা হয় শনিবার। মন্ডলের চৌদ্দটি গ্রামের প্রধান উপপ্রধান গণ নিজ নিজ পঞ্চায়েতের পক্ষ থেকে এই সবজি বীজ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চা প্রদেশ সভাপতি তথা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের সংস্থান পরিচালনা কমিটির সদস্য প্রদীপবরণ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা দক্ষিণ জেলা সভাপতি তথা শান্তিরবাজার মিউনিসিপালিটি ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা দক্ষিণ জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, বিসি নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতি পুতুল পাল বিশ্বাসসহ বিলোনিয়ার বিশিষ্ট সমাজ সেবীগণ সভায় সভাপতিত্ব করেন বিলোনিয়া মন্ডল কিষান মোর্চার সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অসিত সেন। প্রধান অতিথির ভাষণে কিষান মোর্চা রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় বলেন, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃপা দৃষ্টিতে ২০১৪ সাল থেকে ভারতের কৃষকের জীবন ও জীবিকার মান উন্নতির দিকে চলছে কৃষিজ উৎপাদনের শস্যসমূহের সহায়ক মূল্য রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। এতে কৃষক সমাজ অনেক লাভবান হয়েছেন। তিনি বলেন চৌদ্দটি গ্রাম পঞ্চায়েতে প্রধানদের মাধ্যমে ১৪ বেগ সবজি বীজ বিতরণ করা হবে এবং প্রত্যেকটি বেগে ৪০ টি করে বড় প্যাকেট আছে প্রতি প্যাকেটে আটপ্রকার সবজি বীজ রয়েছে। বিধ্বংসী বন্যার ধ্বংসলীলায় মাঠগুলোই আজ বালুতে নয়তো পলি মাটিতে ভরাট হয়ে গেছে কৃষক আজ দিশাহারা এই সময়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার নর্থইস্ট কম্পনেন্ট প্রজেক্ট এর মাধ্যমে রাজ্যের কৃষকের জন্য এই বীজগুলি পাঠিয়েছেন। ভারত স্বাধীনতার ৭৭ বছরের মধ্যে অনেক প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু কৃষকের জন্য দিল্লি থেকে সরাসরি কখনো বীজ আসেনি আমরা পূর্ববর্তী সরকারের আমলে অনেক স্লোগান শুনেছি কৃষকের অনেক লম্বা লম্বা লাইন দেখেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তিনি উপস্থিত কৃষকগণের উদ্দেশ্যে বলেন একটি বীজ যাহাতে নষ্ট না হয় আপনি বপন করবেন এবং পাড়া-প্রতিবেশীর মধ্যে বীজ গুলো ভাগ করে নেবেন এক মাসের মধ্যে আবারও গ্রামে সবজি ফলন শুরু হবে। কিষান মোর্চা রাজ্য সভাপতি স্থানীয় নেতৃত্বগণকে সাথে নিয়ে বিভিন্ন গ্রামে মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে কথা বলেন তিনি বলেন রাজ্য সরকার যুদ্ধকালীন ক্ষিপ্রতার সাথে কৃষকের সাহিয্যের জন্য কাজ শুরু করেছেন। ভিএল ডাবলু স্টোর গুলিতে স্বল্পদিনের উচ্চ ফলনশীল ধানের বীজ পৌঁছে গেছে। তিনি দক্ষিণ জেলা কৃষি উপ অধিকর্তার সাথে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণে গভীর ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ