আগরতলা, ৫ আগস্ট: রাজধানী আগরতলার দুর্গা চৌমুহনী বিপণী বিতানে মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সোমবার। এই সভায় রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। জীবন-জীবিকাকে বাজি রেখে ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করায় শ্রমিকদের ধন্যবাদ জানান রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার।পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহনের মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের ১৪নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবসহ অন্যান্যরা। কিছুদিন আগে মেয়র দূর্গা চৌমুহনী বিপনী বিতান পরিদর্শন করেছিলেন এবং সেখানে একটি সংগঠনের বেআইনি দখল উনার নজরে পড়েছিল। তাদেরকে সাত দিনের মধ্যে খালি করতে নির্দেশ দিয়েছিলেন। এদিন তারা নিজেরাই মেয়রের হাতে চাবি তুলে দিলেন সেই ঘরের। মেয়র তাতে সন্তোষ ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ