আগরতলা, ২৯ আগস্ট : অতি সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যাপক অংশের কৃষকদের স্বার্থে বৃহস্পতিবার গেজেটেড অফিসার্স সঙ্ঘ'র ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়। রাজ্যের কৃষি ও কৃষক কল্যান মন্ত্রী রতন লাল নাথর অফিসে স্মারকলিপি প্রদান করা হয় এদিন।
এই স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয় যে, এই ভয়াবহ বন্যার কারণে আমাদের রাজ্যের প্রায় ২ লক্ষ কৃষক ভীষণ ভাবে ক্ষতির সম্মুখীন হয় এবং রাজ্যের প্রায় ১ লক্ষ হেক্টরেরও বেশি কৃষিজমির ফসল নষ্ট হয়। ফলস্বরূপ, যে সমস্ত জমিতে ধান, সব্জি, ফল ইত্যাদির চারা রোপন করা হয়েছিলো ঐসকল জমির মালিক কৃষকরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সব কৃষকরা প্রায় সর্বস্বহীন হয়ে পড়েছে। এই মুহুর্তে, ক্ষতিগ্রস্থ কৃষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে পর্যাপ্ত পরিমান আর্থিক সাহায্য দেওয়া।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৪২,৯৮১ জন নির্মাণ শ্রমিকদের প্রত্যেককে আর্থিক অনুদান হিসেবে চার হাজার টাকা হিসেবে মোট ১৭,১৯,২৪,০০০টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সময়োপযোগী এই মানবিক এবং শ্রমিক দরদী সিদ্ধান্তের জন্য গেজেটেড অফিসার্স সঙ্ঘ'র ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকারকেও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় অফিসার্স সংঘের তরফে। তাদের স্মারক লিপিতে আরো বলা হয়, এই ভয়াবহ বন্যায় কৃষকদের জমি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কিছু ক্ষেত্রে জমির ড্রেনেজ সিস্টেম বিঘ্নিত হয়েছে আবার কোনো কোনো জমি বিষাক্ত মাটিতে ভরে গেছে অথবা জমি অতিরিক্ত বালিতে ভরে গেছে, কিছু ক্ষেত্রে জমির লেভেলিং নষ্ট হয়েছে আবার কোথাও জমিতে ধস নেমেছে ইত্যাদি নানা ভাবে রাজ্যের উর্বর কৃষি জমি এবং ফসল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই, সঙ্ঘের পক্ষ থেকে রাজ্যের কৃষি ও কৃষক কল্যান মন্ত্রীর নিকট আবেদন জানান এই ভয়াবহ বন্যার জন্য ক্ষতিগ্রস্থ রাজ্যের সমস্ত কৃষকদের পর্যাপ্ত পরিমান আর্থিক সহায়তার ব্যবস্থা করা এবং তা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে তা প্রদান করা। এতে রাজ্যের ক্ষতিগ্রস্থ কৃষকরা ভীষণভাবে উপকৃত হবে বলেও তাদের তরফে জানানো হয়। গেজেটেড অফিসার্স সঙ্ঘ'র ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক দেবাশীষ রায় এই সংবাদ জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ