Advertisement

Responsive Advertisement

পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি করলো কংগ্রেস

আগরতলা, ২৯ আগস্ট: রাজধানী আগরতলার বনমালীপুর বিধানসভা কেন্দ্র এলাকায় বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষদের অবস্থা দেখতে বেরিয়েছিলেন স্থানীয় বিধায়ক এবং কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়। তখনই একদল দুষ্কৃতি বিধায়কের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। এই দুষ্কৃতীরা বিধায়ককে হুমকি-ধমকি দেয় বলে তিনি অভিযোগ করেন। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন বিধায়ক। 
কংগ্রেস বিধায়কের উপর আক্রমণে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হলেও এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন বলে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ। এই ঘটনার নিন্দা জানিয়ে এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার কংগ্রেসের উদ্যোগে আগরতলা পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, জেলা সভাপতি তন্ময় রায়, কংগ্রেস নেতা সঞ্জীব সূত্রধর ও যুব নেতা মহঃ সাহাজান ইসলাম সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ