আগরতলা, ২ আগস্ট: বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আর মাত্র ১০০ দিনের কম সময় বাকি, তাই ইতিমধ্যে শারদ উৎসবের তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। এরই প্রেক্ষিতে রাজধানী আগরতলার বড় বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম একটি ছাত্রবন্ধু ক্লাবের পুজো। শুক্রবার তাদের খুঁটিপূজা হয়। এবছরের দুর্গাপূজায় তাদের থিম "সবুজে বাঁচো"। রাজ্যের প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে প্যান্ডেল তৈরি করা হবে। এবছর মন্ডপ ও প্রতিমা তৈরি করবেন স্থানীয় শিল্পী জয়ন্ত দত্ত। আলোক সজ্জাতেও রয়েছেন স্থানীয় শিল্পীই, দর্শনার্থীদের সুন্দর ও নতুন কিছু উপহার দেওয়াই ক্লাবের উদ্দেশ্য। তাতে কত টাকা খরচ হবে সেই দিকে তারা খেয়াল রাখেন না বলে শুক্রবার উদ্যোগতাদের তরফে জানানো হয়। গতবছর প্রায় ৪০ লক্ষ টাকার উপর খরচ হয়েছিল। এবছর বাজেট গতবারের চেয়ে একটু বেশি হতে পারে বলে পূজা কমিটির অনুমান।
অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এদিন ক্লাবের খুঁটি পূজা হয়। ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। প্রতি বছর পূজার দিনগুলিতে ছাত্রবন্ধুর পূজা মণ্ডপে ব্যাপক সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। এই বছরেও এর ব্যতিক্রম হবে না বলে আশা ব্যক্ত করেন ক্লাব সদস্যরা। এবার পূজা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্বজিৎ সাহা। যুগ্ম সম্পাদকদের মধ্যে একজন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এবং পরোপকারী মনোভাব সম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবী তমাল পাল রয়েছেন। পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্লাবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়ে গিয়েছে।
0 মন্তব্যসমূহ