আগরতলা, ৩ অগাস্ট : জুয়াসহ নেশা বিরোধী অভিযান জারি রয়েছে রাজ্য পুলিশের। এর অংশ হিসেবে শনিবার দুপুরের রাজধানী আগরতলার বটতলা বাজারে গোপন খবরের ভিত্তিতে এস আই সুনিশ চাকমার নেতৃত্বে জুয়া বিরোধী অভিযান করা হয়। এই অভিযানে ৬ জন জুয়াড়িসহ জান্ডি মুন্ডা বোর্ড এবং জুয়া খেলা ব্যবহৃত টাকা উদ্ধার করা হয়। পুলিশের আচ পেয়ে কিছু জুয়াড়ি পালিয়ে যায়। আটক জুয়াড়িদের বিরুদ্ধে ১২টি জি ধারায় অভিযোগ নেওয়া হয়েছে। রাজধানী আগরতলাতে সুস্থ এবং শান্তির পরিবেশ বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি পি দাস।
0 মন্তব্যসমূহ