Advertisement

Responsive Advertisement

সোনামুড়ার বিভিন্ন ত্রাণ শিবিরে সামগ্রী বিতরণ করলেন প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৩ আগস্ট : রাজধানী আগরতলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল গোমতী জেলা দক্ষিণ জেলা এবং সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় এখনো বন্যার জল দাঁড়িয়ে রয়েছে। তাই এই সকল এলাকাগুলিতে শিবিরের মধ্যে রয়েছেন লোকজন। প্রশাসন থেকে বন্যা দুর্গত এলাকার মানুষদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে নিয়মিত ভাবে।
সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমা বিস্তীর্ণ এলাকা বন্যার জলের তলায় তলিয়ে রয়েছে। ফলে এই এলাকার মানুষদেরকে এখনো আশ্রয় শিবিরে থাকতে হচ্ছে। নিজের কথা চিন্তা না করে নৌকায় চড়ে শুক্রবার সোনামুড়া মহকুমা বিভিন্ন ত্রাণ শিবিরে খাবার সামগ্রী নিয়ে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জননেত্রী প্রতিমা ভৌমিক। ওই সকল বন্যা পীড়িত এলাকার মানুষদেরকে নিজ হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে জননেত্রীকে কাছে পেয়ে কষ্টের মধ্যেও সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ