Advertisement

Responsive Advertisement

হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আগরতলায় শোভাযাত্রা অনুষ্ঠিত


আগরতলা, ৯ আগস্ট : অন্যান্য বছরের ন্যায় এ বছরও ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা ভারতজুড়ে খরগোড় তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে এক শোভা যাত্রার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচীতে রাজধানী আগরতলার পশ্চিম জেলা শাসকের অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা প্রশাসক ডা বিশাল কুমার, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ জেলাশাসক এবং মহকুমা শাসকের অফিসের বিভিন্ন স্তরের কর্মীরা। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে সকলে এই শোভাযাত্রা করেন। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমার শেষে আবার জেলাশাসকের অফিসের সামনে এসে এই শোভাযাত্রাটি শেষ হয়।
শেষে জেলাশাসক সংবাদ মাধ্যমকে জানান সারা দেশের সঙ্গে পশ্চিম জেলায় বসবাসত্ব সাধারণ মানুষও যাতে ব্যাপকভাবে জাতীয় এই কর্মসূচি টি সফল করে তোলে এই আহ্বানকে সামনে রেখে এদিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ