Advertisement

Responsive Advertisement

পুর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করলেন দীপক মজুমদার

আগরতলা, ১১আগস্ট : জনপ্রতিনিধিদের অন্যান্য কাজের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্তব্য হচ্ছে নিজ এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হওয়া। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে অবগত হওয়া যায় তেমনি তাদের সমস্যাগুলির দ্রুত সমাধান করে মানুষের সুবিধা করে দেওয়া সম্ভব হয়। এই বিষয়টিকে মাথায় রেখে ৭-রামনগর বিধানসভার অন্তর্গত ১৫-নং ওয়ার্ডের নাগরিকদের সাথে রবিবার মতবিনিময় সভায় মতবিনিময় করেন স্থানীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ১৫-নং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস ও মন্ডল সভাপতি তাপস দেব ও বুথ সভাপতিরা। বিধায়ক তথা মেয়র নিজে উপস্থিত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন দাবি দাবা সম্পর্কে অবগত হন। সাধারণ মানুষের এদিন যে সকল বিষয়ে দাবি জানিয়ে ছিলেন তাদের দাবিগুলি পূরণ দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। পাশাপাশি বিধায়ক এবং মেয়র কে কাছে পেয়ে খুশি ব্যক্ত করেন এলাকার বাসিন্দারা। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ