Advertisement

Responsive Advertisement

প্রদেশ বিজেপির উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর জন্ম জয়ন্তী পালিত



আগরতলা, ১৯ আগস্ট : মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের মূল লক্ষ্য। সোমবার মহারাজার জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য। এদিন দলের প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর ১১৬ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, সাংসদ কৃতি সিং দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। এদিন প্রদেশ প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য। সোমবার ১১৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। তিনি ত্রিপুরাবাসীর উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে গিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করে গিয়েছেন। মহারাজার চিন্তাধারাকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের মূল লক্ষ্য বলে দাবি করেন প্রদেশ বিজেপির সভাপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ