Advertisement

Responsive Advertisement

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পোস্টাল ভোট গ্রহণ শুরু


আগরতলা, ৪ আগস্ট : ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। রবিবার ভোট কর্মীদের ও নিরাপত্তা কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া চলে বিভিন্ন জায়গায়। তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। এদিন পশ্চিম জেলার ডুকলি পঞ্চায়েত সমিতির হলে ভোট কর্মীদের ভোট দান করতে দেখা যায়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় বলে জানান রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ করা হয়। ডুকলি ব্লক এলাকায় জিলা পরিষদের ৫টি আসন রয়েছে। এর মধ্যে ২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় প্রার্থীরা। তিনটি আসনের জন্যে ভোট গ্রহণ করা হয়। ডুকলি ব্লকে পোস্টাল ভোটার জন্যে আবেদন করেছেন ২২২ জন। প্রসঙ্গত, আগামী ৮ অগাস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সাধারণ ভোট গ্রহণ করা হবে। গণনা আগামী ১২অগাস্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ