Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা হাই কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হলো শনিবার


আগরতলা, ১০ আগস্ট : ত্রিপুরা উচ্চ আদালতের বার এসোসিয়েশনের নির্বাচন হলো শনিবার। আগামী দুই বছরের জন্যে নতুন কমিটি গড়তে এই নির্বাচন। হাই কোর্ট বারে মোট ভোটার রয়েছেন ২১৭ জন। এদিন ৪টি টেবিলে ভোট গ্রহণ করা হয়েছে। সকল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও কোনো একটি কারণে তা সম্ভব হয়নি। তাই নির্ধারিত সময়ের ৪২ মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ পক্রিয়া চলে বেলা ২টা ১২ মিনিট পর্যন্ত। ১১টি পদের জন্যে এই লড়াই। মূলত প্রতিদ্বন্দ্বিতা হয় বাম ও কংগ্রেসের আইনজীবীদের প্যানেল "সেভ কনস্টিটিউশন ফোরাম"র সঙ্গে বিজেপি সমর্থক আইনজীবীদের প্যানেল "আইনজীবী উন্নয়ন মঞ্চ"র। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে ভোট দেন হাই কোর্ট বারের ভোটাররা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ