Advertisement

Responsive Advertisement

বন্যা কবলিত মানুষের পাশে জননেত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ২২আগস্ট : ভারী বৃষ্টির কারণে রাজ্য দূরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার কারণে বহু মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যা দুর্গত মানুষদের খোঁজখবর নিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও জননেত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। কথা বলছেন বন্যাপীড়িত মানুষদের সঙ্গে, সাধ্যমত সহায়তা করছেন তিনি। বৃহস্পতিবার গোলাঘাটি ইংলিশ মিডিয়াম স্কুলে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার ব্যাবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। সেই সঙ্গে সোনামুড়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবস্থিত একটি ত্রান শিবিরে পৌঁছে স্থানীয় জনগণের সাথে কথা বলেন। এমনকি আগরতলার ইন্দ্রনগরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান এবং জলে নেমে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ