আগরতলা, ১সেপ্টেম্বর : রাজধানী আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে রবিবার আয়োজিত হয় তৃতীয় বর্ষ মনসামঙ্গল পুঁথি পাঠ প্রতিযোগিতা-২০২৪। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ১৪-বধারঘাট বিধায়িকা সুশ্রী মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৩৯-নং কর্পোরেটের অলক রায় ও সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে একটি উল্লেখযোগ্য পার্বণ হল মনসা মঙ্গল। একে কেন্দ্র করে গোটা বাঙালি অংশের মানুষের মধ্যে এক উদ্দীপনা দেখা যায়। গোটা বাঙালি সমাজেই মনসা পুঁথি পড়ার এক দারুন উন্মাদনা লক্ষ্য করা যায়। শ্রাবণ মাস মনসা পুঁথি পড়ার মাস হলেও ভাদ্র মাসেও শুনা যায়। এই দুই মাসে গ্রামের মহিলা-পুরুষ মিলে সারাদিনের পরিশ্রমের ক্লান্তি দূর করতে রাত জেগে চলে মনসা পুঁথি পড়ার ধুম। গ্রাম থেকে শহরে সর্বত্রই বিচরণ। সব মিলিয়ে মনসামঙ্গল হয়ে দাঁড়িয়েছে বাঙালির এক প্রধান লোক সংস্কৃতি।
0 মন্তব্যসমূহ