আগরতলা, ১২ সেপ্টেম্বর : কমিউনিস্ট আন্দোলনের অগ্রনী নেতা ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া(মার্ক্সবাদী)র সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়ানে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি গভীর শোক প্রকাশ করছে। সংক্ষিপ্ত ভাবে রাজ্য কৃষক সভার সম্পাদক পবিত্র কর শোক প্রকাশ করে বলেন, আমরা হারালাম আমাদের সুযোগ্য পরামর্শদাতা ও সহযোগীকে। এই মুহূর্তে দেশে বিজেপির সর্বনাশা আগ্ৰাসী নীতি ও সমস্ত রকম মানুষের ওপর যে আক্রমণ আসছে তার বিরুদ্ধে সীতারামের নেতৃত্বে দেশের কমিউনিস্ট আন্দোলন একটি দিশা দেখাচ্ছিল। গনতন্ত্র রক্ষার আন্দোলনে সীতারাম ছিলেন অগ্রনী সৈনিক। দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কৃষক আন্দোলনে সীতারাম ছিলেন কৃষকদের সর্বক্ষণের সৈনিক। ২০১৫ সাল থেকে সিপিআইএম দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে কমিউনিস্ট আন্দোলনকে নতুন দিশাতে পথ দেখিয়ে আসছিলেন। ১৯৯২ সাল থেকে ছিলেন পলিটব্যুরোর সদস্য।
পবিত্র কর আরো বলেন, ত্রিপুরা রাজ্যের সঙ্গে তার ছিল অভিন্ন হৃদয়ের সম্পর্ক।ছাত্র আন্দোলনের সময় তিনি যখন এস এফ আই এর সর্ব ভারতীয় সভাপতি(১৯৮৪-৮৬) তখন থেকেই ত্রিপুরা তাঁর কাছে ছিল দ্বিতীয় বাসস্থান। তিনি বলেন যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে সীতারাম ছিলেন ত্রিপুরার পাশে। সমস্ত রাজনৈতিক জীবনে ছিলেন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এক খোলা তলোয়ার। অসাধারণ বাগ্মী হিসেবে সাংসদ হিসেবে পেয়েছেন সেরা বক্তার সন্মান। ছিলেন ইন্ডিয়া মঞ্চ তৈরির অন্যতম প্রধান স্থপতি। তার মৃত্যুতে সারা ভারত কৃষক সভা হারালো তাঁর এক সহযোদ্ধাকে। রাজ্য কৃষক সভার পক্ষ থেকে তাঁর শোকিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ