আগরতলা, ১৩ সেপ্টেম্বর: হিন্দি দিবসকে সামনে রেখে শুক্রবার রাজধানী আগরতলার অভয়নগর এলাকার হিন্দি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হিন্দি পাকওয়ারা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক তরুন কুমার জৈন, ট্রাস্টি রাজীব জৈন বচ্চাবত, স্কুলের প্রিন্সিপাল বিপিন কুমার সিং প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব বলেন, রাজ্যে হিন্দি ভাষার প্রসারে হিন্দি উচ্চতর মাধ্যমিক স্কুলের বড় ভূমিকা রয়েছে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন বইকে ভালোবেসে তাদের পড়াশুনা করা উচিত। এদিন বিভিন্ন বিভাগের স্কুলের ৭০জন ছাত্র-ছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ