আগরতলা, ১৪ সেপ্টেম্বর : ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন অরুনাচল প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মিনা টোকো। দায়িত্ব গ্রহণের পর শনিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সংগঠনের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তোলে ধরেন। তিনি বলেন রবিবার থেকে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সদস্যপদ গ্রহণ অভিযান শুরু হবে। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। এর জন্য একটি ওয়েবসাইট চালু করা হবে। এই দিনটি আবার মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সারা দেশের মহিলাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এই কর্মসূচী চালু করা হবে। মহিলাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য মহিলা কংগ্রেস দেশ ব্যাপি কাজ করছে বলেও জানান। এই প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন রাজ্যেও মহিলারা সুরক্ষিত নয়। সম্প্রতি গোমতী জেলায় এক নাবালিকাকে গনধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন। মহিলাদের সুরক্ষার জন্য তারা কাজ করছেন বলেও জানান। এদিনের এই সাংবাদিক সম্মেনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। তিনি কথা বলতে গিয়ে জানান রাজ্যে মহিলাদের উপর নির্যাতন দিন দিন বাড়ছে। এই বিষয়ে মহিলা কংগ্রেস নিয়মিত আন্দোলন করে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ