আগরতলা, ২২ সেপ্টেম্বর : বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকগণের মধ্যে আরকে পুর মন্ডলের শালগড়া ও টেপানিয়া গ্রামের গরিব কৃষকগণের মধ্যে উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদী ধানের যারা বিতরণ করা হয়। কৃষিবিজ্ঞান কেন্দ্র গোমতী জেলা থেকে পাওয়া ধানের চারা শালগড়া কমিউনিটি হল প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে অল ত্রিপুরা ফার্মার্স ক্লাব। উপস্থিত ছিলেন কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়, কিষান মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক তথা গোমতী জেলা কিষান মোর্চা সভাপতি তাপস দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির ভাষণে কিষান মোর্চা প্রদেশ সভাপতি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ভাই-বোনদের সাহায্যের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র গোমতী জেলা কাজ করে যাচ্ছে। তিনি বলেন হাকুচুকু-২ এই ধানের চারা স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল দেশীয় ধান। এই ধানে রোগ পোকার আক্রমণ কম হবে এবং ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে এই ধান সংগ্রহ করা যাবে। যেসব জমি থেকে জল সরে গেছে এবং পলি পড়েছে সেইসব জমিতে চাষ না করে শুধু ধানের চারা রোপণ করলেই ভালো ফলন হবে। তিনি বলেন বিগত সরকারের আমলে রাজ্যে বন্যা হয়েছে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু কখনো কোন সরকার কৃষকের জন্য এভাবে এগিয়ে আসেনি। আগরতলায় বসে বাম নেতৃত্ব রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য মায়াকান্না করেন কিন্তু সাহিয্যের জন্য এক পায়ে এগিয়ে আসেন না। কিষান মোর্চা যখন যেভাবে পারছে পিলাক জেলা গোমতী জেলা এবং সিপাহীজলা জেলার ক্ষতিগ্রস্ত কৃষকের সাহিয্যের জন্য কাজ করে যাচ্ছে । মোট ১৭০ জন বন্যা পীড়িত কৃষকের মধ্যে এই ধানের চারা বিতরণ করা হয়। অপ্রত্যাশিতভাবে এই সময়ে ধানের চারা পেয়ে উপস্থিত কৃষকগণ বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ