Advertisement

Responsive Advertisement

আইন-শৃঙ্খলা ও নারী সুরক্ষা ইস্যুতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ নারী নির্যাতন ইত্যাদি ঘটনা ঘটছে। ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে উন্নয়নের কথা বললেও রাজ্যের মানুষ চরম সংকটের মধ্যে রয়েছে। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। এই অভিযোগকে সামনে রেখে সোমবার আগরতলায় এক বিক্ষোভ মিছিল এবং রাজ্য পুলিশের মহা নির্দেশকের অফিস ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের নেতা কর্মীরা। 
এদিনের এই কর্মসূচিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পাশাপাশি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সহ কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠনের সদস্যরা সামিল হয়েছিল। এ দিনের এই মিছিলটির রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আখাউড়া রোড এলাকার পুলিশ মহানির্দেশকের অফিসের সামনে গিয়ে বিক্ষুব প্রদর্শন করেন। পাশাপাশি রাজ্যে আইন-শৃঙ্খলা পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনা এবং নারী নির্যাতন বন্ধের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, বিধায়ক বীরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা, পীযূষ বিশ্বাস, প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তীর সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ