দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ২৫ সেপ্টেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে হবে। সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে আত্মনির্ভর হয়ে উঠতে হবে। চাই ঘরে ঘরে রোজগার। মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের মুহুরী এসোসিয়েশনের উদ্বোধনি অনুষ্ঠানে এসে এই কথাগুলি বলেন, বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
কৃষি দপ্তরের তরফ থেকে প্রায় অর্ধ কোটি টাকায় নির্মাণ করা হয়েছে প্রায় ১৫ শয্যা বিশিষ্ট একটি বিরাট আকারের স্টল। ফলক উন্মোচন করে আজ মন্ত্রী রতন লাল নাথ এই স্টল গুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব হরিনাখলা পঞ্চায়েতের প্রধান অজয় দেব মোহনপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা। পরবর্তীতে আধিকারিকরা সমস্ত মুহুরীদের হাতে চাবি তুলে দেয়।
0 মন্তব্যসমূহ