Advertisement

Responsive Advertisement

অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাব্রুমে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর : সাধারণ মানুষের কল্যাণে ডাক্তাররা প্রতিনিয়ত কাজ করেন। সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে যে ভয়াবহ বন্যা হয়ে গেল তারপর থেকে মানুষের সেবায় চিকিৎসকরা রাতদিন এক করে কাজ করে চলছেন। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও দায়িত্বের বাইরে গিয়ে তারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করছেন। এর অংশ হিসেবে বুধবার অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাব্রুম মহকুমার অন্তর্গত মনুঘাট হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এবং হরিনা উপস্বাস্থ্য কেন্দ্রে সংস্থার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সদস্য এবং সাব্রুমের ডাক্তাররা স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করেন। কিছুদিন আগের ভয়াবহ বন্যার ফলে মানুষের স্বাস্থ্য জনিত যে ধরনের সমস্যাগুলি হতে পারে সে সম্পর্কে জনসাধারণকে সচেতনতা শিবিরের মাধ্যমে অবগত করেন এবং বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। এছাড়াও এই দুই স্বাস্থ্য কেন্দ্র এলাকার নিকটবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণদের মধ্যে পানীয় জল, সেনেটারী ন্যাপকিন, দুধ, সাবান, এন্টিসেপটিক লোশন, সেনিটাইজার, বিস্কিট, কেক ইত্যাদি বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সাধারণ সম্পাদক ডা.কনক চৌধুরী,ডা. উত্তম দাস, ডা. প্রদীপ দেববর্মা, ডা.নীলাঞ্জন ভট্টাচার্য, ডা.দেবজ্যোতি মজুমদার, ডা.রাকেশ নাথ, সাব্রুম মহকুমার মেডিকেল অফিসার নৃপেন্দ্র রিয়াং, ডা.মনীশ চৌধুরী, ডা.তুইখান্ত্রি ত্রিপুরা, ডা.সৌমিক হাজরা প্রমূখ। 
গোটা বিষয় সম্বন্ধে সংবাদমাধ্যমকে অবগত করেন সংস্থার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির জেনারেল সেক্রেটারি কনক চৌধুরী এবং সাউথ ডিস্ট্রিক্ট সেক্রেটারি ডা.মজুমদার। এই দুই স্বাস্থ্য শিবিরে আনুমানিক ২০০টি পরিবার চিকিৎসা এবং ত্রাণ গ্রহণ করেন। চিকিৎসকদের কাছ থেকে পরিষেবা পেয়ে খুশি ব্যক্ত করেন সুবিধাবী সাধারণ মানুষ। বন্যার পর থেকে যেভাবে রাজ্যের চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন তার ফলে গোটা রাজ্যবাসী তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ