আগরতলা, ৩ সেপ্টেম্বর : সারা দেশের সাথে মঙ্গলবার থেকে ত্রিপুরা প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান শুরু হয়েছে। এদিন এই উপলক্ষ্যে আগরতলার প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই অভিযানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীও দলের প্রাথমিক সদস্যতা পদ নতুন করে গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, নতুন করে বিজেপির সদস্যতা পদ গ্রহণ করে খুবই আনন্দিত। ত্রিপুরায় এবছর ১০ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।এদিন তিনি আপামর জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির সুবিশাল পরিবারে সংযুক্ত হতে আজই সদস্যতা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।
এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, সারাদেশের ন্যায় রাজ্যেও শুরু হয় ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। প্রদেশ কার্যালয়ে এই অভিযানের শুভসূচনা কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। দলের প্রাথমিক সদস্যতা নতুন করে গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা হাতে প্রাথমিক সদস্যতার প্রমাণ পত্রক তুলে দিয়েছেন তিনি। এদিন তিনি আরও বলেন, শক্তিশালী বিজেপি – বিকশিত ভারত” নির্মাণের সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির পরিবারে সংযুক্ত হতে আজই সদস্যতা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ