Advertisement

Responsive Advertisement

বন্যা বিধ্বস্ত শান্তিরবাজার এলাকা পরিদর্শন করলেন জননেত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জননেত্রী প্রতিমা ভৌমিক। এবার প্রবল বৃষ্টিতে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তের লোকজন ব্যাপক ক্ষতির সন্মুখিন হয়েছে। 
মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার বিভন্ন জায়গা পরিদর্শন করলেন প্রতীমা ভৌমিক। 
এদিন তিনি প্রথমে বন্যায় ক্ষতিগ্রস্থ শান্তিরবাজারের ব্যাবসায়ীদের সঙ্গে দেখা ও কথা বলেন। সকল ব্যাবসায়ীর পাশে থাকার আশ্বাস প্রদান করলেন। পরবর্তী সময় তিনি চলে যান শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর এলাকায়, সেখানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত হন। 
কাঞ্চননগর এলাকা পরিদর্শন শেষে লাউগাং শিশুগৃহে থাকা শিশুদের সঙ্গে দেখা করেন। সেখান থেকে মুহুরীপুর, সাব্রুম, মনু, জোলাইবাড়ী, বাইখোড়াসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন। 
এদিন পরিদর্শনকালে প্রতিমা ভৌমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, সুমন দেবনাথ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী বিকাশ বৈদ্য সহ অন্যান্যরা। 
রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ