আগরতলা, ১ সেপ্টেম্বর : বিজেপি সদস্যতা অভিযানকে সামনে রেখে দক্ষিণ জেলার শান্তিরবাজার মন্ডল অফিসে কিষান মোর্চা দক্ষিণ জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়, কিষান মোর্চা প্রদেশ সম্পাদক তথা দক্ষিণ জেলা প্রভারি বীরসিং জমাতিয়া প্রদেশ সোসিয়াল মিডিয়া ইনচার্জ অশোক রায় প্রদেশ সদস্য অঞ্জন চক্রবর্তী, দক্ষিণ জেলার সবকটি মন্ডলের কিষাণ মোর্চার সভাপতি সহ কিষান মোর্চা জেলা ও মন্ডলের কার্যকর্তা গণ এবং শান্তিরবাজার মন্ডলের সবকটি পঞ্চায়েতের গ্রাম প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য, ভিসি চেয়ারম্যান গন এবং পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সহ সদস্যগণ। সভায় সভাপতিত্ব করেন বিজেপি কিষাণ মোর্চা দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা মহাশয়। প্রধান অতিথির ভাষণে কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় বলেন এটা আমাদের সৌভাগ্য আমরা বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ দলের সদস্য। যেই দলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা সদস্য হিসেবে রয়েছেন যেই দলের আদর্শ মানবতার শীর্ষস্থরে সেই দলে আমরা আছি। আগামী দুসরা সেপ্টেম্বর থেকে বিজেপির সদস্যতা অভিযান শুরু হবে আমরা রাজ্যের সমস্ত কৃষক সমাজকে বিজেপি দলের সদস্য বানানোর চেষ্টা করব। ২০১৪ সন থেকে এ পর্যন্ত ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকের জন্য অনেক কিছু করেছেন উনি আমাদেরকে অন্নদাতা আখ্যা দিয়েছেন উনি আমাদেরকে কিষান সম্মান নিধি দিয়ে সম্মানিত করেছেন উনি আমাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম দিয়েছেন সে কথা রাজ্যের কৃষক সমাজকে জানাতে হবে। দক্ষিণ জেলা কিষান মোর্চাকে তিনি কমপক্ষে ২০ হাজার সদস্য সংখ্যা ধার্য করে দিয়েছেন। কিষান মোর্চার প্রত্যেক সদস্য ন্যূনতম ১০০ সদস্য পদ গ্রহণ করাতে হবে এটা বাধ্যতামূলক বলে তিনি বলেছেন। কিষান মোর্চা প্রদেশ সোশ্যাল মিডিয়া ইনচার্জ অশোক রায় কিভাবে সদস্যপদ নেওয়া যায় মিসকল নমোএ্যপ ও ফরম ফিলাপের মাধ্যমে তার বিস্তৃত আলোচনা করেন এবং উপস্থিত সকল কার্যকর্তা গনকে বিশদভাবে বুঝিয়ে দেন। সভায় স্বাগত ভাষণ রাখেন দক্ষিণ জেলা কিষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা।
0 মন্তব্যসমূহ