Advertisement

Responsive Advertisement

আগরতলা থেকে বহি:রাজ্যগামী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার



আগরতলা, ২৮ সেপ্টেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেল রাজ্য পুলিশ। শনিবার বিকেলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক দেবপ্রসাদ রায়, পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে। জেলা পুলিশ সুপার এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকা থেকে নাগাল্যান্ডের রেজিস্ট্রেশনকৃত একটি ১২ চাকার ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাগুলি উদ্ধার করা হয়। পুলিশের চোখে ধুলো দিতে ট্রাকের ভিতর একটি গোপন কক্ষ তৈরি করে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখা হয়েছিল। সব মিলিয়ে মোট ৪৫ প্যাকেট গাঁজা জব্দ হয়েছে ওই পক্ষ থেকে। সব মিলিয়ে গাঁজার ওজন ৩৫৫ কেজি। কালোবাজারে এগুলোর মূল্য প্রায় ৭০ লক্ষ টাকার বেশি হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। 
ট্রাক চালকের নাম মিঠুন কর্মকার(৩৫)। তাকেও আটক করেছে পুলিশ। তার বাড়ি আগরতলা রামনগর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির চালক স্বীকার করেছে গাঁজাগুলি আগরতলা থেকে মেঘালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ এব্যাপারে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ