Advertisement

Responsive Advertisement

পিএম জনমন প্রকল্পে পশ্চিম জেলার রিয়াং অংশের মানুষদের সহায়তা করা হয়েছে: জেলা শাসক


আগরতলা, ৭ সেপ্টেম্বর : সারা দেশের সঙ্গে "প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান" প্রকল্পের পশ্চিম জেলায় বসবাসরত সকল রিয়াং মানুষদের সব সুবিধা প্রদান করা হয়েছে। গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনজাতি অংশের মানুষের উন্নতির কথা চিন্তা করে "প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান" কর্মসূচীর সূচনা করেন। মূলত দেশের মধ্যে যে সকল জনজাতি অংশের মানুষ সবচেয়ে পিছনের সারিতে রয়েছেন তাদের আর্থিক এবং সামাজিক উন্নতির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করে ছিলেন। এই প্রকল্পে দেশের মূল ২২ উন্নয়নমূলক প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সামাজিক ভাতা ইত্যাদিকে সামিল করা হয়েছে। সারাদেশের সঙ্গে রাজ্যের আটটি জেলাতে এই প্রকল্প চালু করা হয়। মূলত রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী রিয়াং অংশের মানুষের কথা চিন্তা করে চালু করা হয়েছে। শনিবার পশ্চিম জেলার জেলা শাসকের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান জেলা শাসক ডা বিশাল কুমার। তিনি আরো বলেন এই প্রকল্পের জন্য পশ্চিম জেলার পুরাতন আগরতলা এবং বেলবাড়ি ব্লককে চিহ্নিত করা হয়। তুলাকোনা গ্রাম পঞ্চায়েত রাধামোহনপুর ভিলেজ কাউন্সিল এবং রাধাকিশোর নগর গ্রাম পঞ্চায়ে। বেলবাড়ি ব্লককে চম্পকনগর ভিলেজ কাউন্সিল ও রাধাপুর ভিলেজ কাউন্সিল। এই এলাকাগুলিতে যতগুলি রিয়াং পরিবার ছিল তাদের সবাইকে এই ২২ টি প্রকল্পের সবকিছু সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ পূর্ণ হয়ে যাবে। তাদেরকে পাট্টার মাধ্যমে জমি দেওয়া হয়েছে। সব সরকারি সুবিধা দেওয়ার জন্য এই এলাকাগুলোতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। 
জেলাশাসক আরো বলেন তাদের পর্যবেক্ষণের যতগুলি এই ধরনের পরিবার ছিল তাদের সকলকে প্রকল্পের অন্তর্গত সবকটি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ এই সুবিধা থেকে হয়ে থাকেন তাহলে তারা যেন নিকটবর্তী পঞ্চায়েত অথবা ভিসিতে যোগাযোগ করেন তাহলে তাদেরকে সব ব্যবস্থা করে দেওয়া হবে। 
 জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ