আগরতলা, ১সেপ্টেম্বর : ভয়াবহ বন্যারকোল থেকে রাজ্য এখনো পুরোপুরি ভাবে বেরিয়ে আসতে পারেনি এরাজ্য, তারপরও বর্তমান সরকার এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বন্যা পীড়িত মানুষদের উদ্ধার এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সেই সঙ্গে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যতটুকু সম্ভব পুষিয়ে দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সঙ্গে রাজ্যের বেকার যুবক-যুবতী এবং যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন তাদের কল্যাণে গুরুত্বপূর্ণ সময়োপযোগী এবং মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কেবিনেটে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখ্যমুখপাত্র সুব্রত চক্রবর্তী। কঠিন পরিস্থিতিতেও রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের জন্য দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং গোটা মন্ত্রিসভাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। গ্রুপ ডি পরীক্ষার ফলাফল আগামী সাত অথবা আট সেপ্টেম্বর প্রকাশিত হবে, এই ফল প্রকাশের পর বিভিন্ন দপ্তরে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। স্বরাষ্ট্র দপ্তরের প্রায় এক হাজার জন পুলিশ সদস্য নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন। খুব দ্রুত তাদের নিউ প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি আরো ৯১৬ জন পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী নিয়োগ করা হবে। একইভাবে আরো অনেক গুলি দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে পাম্প অপারেটর এবং এসপি ওদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তগুলি থেকে স্পষ্টভাবে বুঝা যায় বর্তমান সরকার সবসময় মানুষের পাশে রয়েছে, এই সরকার মানবিক সরকার, এই সরকার মানুষের কল্যাণে কাজ করে। তাই তিনি সরকারকে ধন্যবাদ জানান।
পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য ইতিমধ্যে ৪০ কোটি টাকার ঘোষণা দিয়েছেন, পাশাপাশি বন্যার কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সরকারের তরফে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের ৫০০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিনিধি দল বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এই পরিস্থিতিতে রাজ্যকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহযোগিতা করবেন বলে আশাবাদী। এজন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যবাসির তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকারও এগিয়ে এসেছেন। এ দিনের এই সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক এবং বিধায়ক ভগবান চন্দ্র দাস, মিডিয়া সেলের ইনচার্জ সুনিত সরকার।
0 মন্তব্যসমূহ