আগরতলা, ৫ সেপ্টেম্বর : শিকাগো কনভেনশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা গঠনের ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই কর্মসূচির আয়োজন করেছে। এই উপলক্ষে আগরতলা বিমানবন্দরের আশেপাশে এলাকায় ১হাজার ৫০০টি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়। কলকাতার ইউএস কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল লি-অ্যান সিমস। বিমান বন্দরের টার্মিনাল ভবনের ভিআইপি পার্কিংয়ের কাছে বাগানে চারা রোপণ করে এই কর্মসূচির সূচনা করেন। দ্বিতীয় চারা রোপণ করেন ইউএস কনস্যুলেট জেনারেলের ভিসা কনসালটেন্ট মিস রুথ জোসেফ। বিমানবন্দর কর্তৃপক্ষ সারা দেশের বিভিন্ন বিমানবন্দরে ৮০হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা বিমান বন্দরের ডিরেক্টর কে সি মীনাসহ অন্যান্য আধিকারিকরা।
ভারতের প্রধানমন্ত্রী সেপ্টেম্বর দিল্লিতে বেসামরিক বিমান চলাচলের উপর এশিয়া প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ৮০ হাজার গাছ লাগানোর একটি শংসাপত্র হস্তান্তর করবেন।
0 মন্তব্যসমূহ