Advertisement

Responsive Advertisement

এ কেমন স্বাধীনতা

                              
                                               কল্যাণী ভট্টাচার্য

এ কেমন স্বাধীনতা আজ ধরণীর বুকে
যেথায় জায়গা করে নিয়েছে শুধু স্বেচ্ছাচারিতা। 
শহীদ হয়েছে কত সন্তান করিতে মুক্ত 
মোদের বন্দী নি মাকে
হয়েছি স্বাধীন কিন্তু মোরা রয়ে গেছি পরাধীন। 
আজকে মোদের দেখতে হয় মা বোনদের লুন্ঠিত ইজ্জত
যেথায় বন্দেমাতরম ধ্বনিতে কাঁপন ধরাতো হৃদয়ে। 
সেথায় আজ ধ্বনিত শুধু অবহেলিত নির্যাতিতের ক্রন্দন
চারিদিকে ছড়িয়ে আছে খুন সন্ত্রাস আর রাহাজানি। 
আমি নির্বাক আমি দ্বিধাগ্রস্ত
কবে দেখতে পাব দলিত অবহেলিত দের মুখে হাসির ঝলক। 
যে স্বাধীনতায় উড়ে ছিল বিজয়ের পতাকা
সবার মুখে ফুটেছিল সেদিন আনন্দের হাসি। 
আজকে সেথায় নিয়েছে জনম যত শোষকের দল
শিক্ষা স্বাস্থ্য আবাস বাঁচার নেই নিশ্চয়তা। 
ঘুষের রাজত্ব চলছে দেশ জুড়ে
লোভের আগুনে মানুষ যাচ্ছে পুড়ে। 
পাহাড় প্রমাণ দুর্নীতিতে সমাজ বাঁচে অন্ধকারে
গুমড়ে মরে মানবিকতা দেখে কেউ কাঁদে বন্ধ ঘরে। 
কোথায় গেল স্বাধীনতার সেই ভাবনা
যেথায় রাজপথ হবে না কখনো রক্তাক্ত। 
দেখতে হবে না মানবতার বিপর্যয়
নিথর বেওয়ারিশ লাশের গন্ধে হবে না ধরণী বিচলিত। 
আজ সবকিছু দিবা স্বপ্নের মতো চুরমার
চোখে সকলের কালো চশমা। 
জগদ্দল পাথর চাপায় মুক্তির স্বপ্নেরা
তিলোত্তমার বিচারের বাণী এখনো গুমড়ে গুমড়ে কাঁদে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ