Advertisement

Responsive Advertisement

বন্যা বিদ্ধস্ত রাজনগর ও ঋষ্যমুখ মন্ডলের কৃষকের পাশে কিষান মোর্চা

আগরতলা, ৬ সেপ্টেম্বর : বন্যা বিধ্বস্ত রাজনগর ও ঋষ্যমুখ মন্ডলের গরীব কৃষকদের জন্য সবজি বীজ বিতরণ করল কিষান মোর্চা। প্রথম বীজ বিতরণ সভাটি হয় রাজনগর মন্ডলের জয় চাঁদপুর কমিউনিটি হলে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার শুভ উদ্বোধন করেন বিজেপি কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়। উপস্থিত ছিলেন কিষান মোর্চা দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা প্রদেশ সদস্য অঞ্জন চক্রবর্তী প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা রাজনগর মন্ডল সভাপতি শ্যামল পাল। রাজনগর মন্ডল এর ২৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান গণের হাতে সবজি বীজের ব্যাগ উঠিয়ে দেন উপস্থিত অতিথিগণ। 
প্রধান অতিথির ভাষণে প্রদেশ কিষান মোর্চা সভাপতি প্রদীপ বরণ রায় বলেন, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নর্থ ইস্ট কম্পনেন্ট প্রকল্পের মাধ্যমে এই বীজ পাওয়া গেছে বলে জানান। তিনি বলেন প্রতিটা বীজের পকেটে আট প্রকারের সবজি বীজ আছে কৃষক যদি মনে করেন উনি লাউ চাষ করবেন তাহলে এককাণি জমিতে উনি লাউ চাষ করতে পারবেন উচ্চ ফলনশীল এই লাউ প্রতিকানিতে এক লক্ষ টাকা বিক্রয় হবে এমন বেগুন মরিচ শসা ঢেঁড়স প্রভৃতি বীজ রয়েছে। তিনি উপস্থিত প্রধান উপপ্রধান গণের উদ্দেশ্যে বলেন সমাজের অন্তিম ব্যক্তির কাছে যেন এই সবজি বীজ পৌঁছে সেই দিকে আপনারা বিশেষ লক্ষ্য রাখবেন। পরবর্তী বীজ বিতরণ সভাটি অনুষ্ঠিত হয় ঋষ্যমুখ মন্ডলের মতাই কমিউনিটি হলে সেখানে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চা সভাপতি প্রদীপ বরণ রায় দক্ষিণ জেলা কিষান মোর্চা সভাপতি সত্যব্রত সাহা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান শম্ভু কর জেলা পরিষদ সদস্যা বকুল দেবনাথ কিষান মোর্চা জেলা সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দাস প্রমুখ। এই সভায় ঋষ্যমুখ মন্ডলের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন প্রধানদের হাতে উপস্থিত অতিথিরা সবজি বীজের ব্যাগ উঠিয়ে দেন এবং গরিব কৃষকদের মধ্যে সেগুলি বন্টনের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। উক্ত সভায় বক্তব্য রাখেন কিষান মোর্চা দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্ভব কর এবং কিষান মোর্চা রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়। সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা ঋষ্যমুখ মন্ডল সভাপতি সুভাষ মিত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ