Advertisement

Responsive Advertisement

ধনপুর মন্ডলে কিষান মোর্চার বীজ বিতরণ অনুষ্ঠান

আগরতলা, ৭ সেপ্টেম্বর : হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান শিখ ইহুদী বা মুসলমান আমার কাছে সব সমান যত আছে নানা জাতি সকলি আমার আপনার জন সকলি আমার জ্ঞাতি, কারণ আমি সনাতন। বিজেপি কিষান মোর্চার উদ্যোগে এবং ধনপুর মণ্ডলের ব্যবস্থাপনায় মোহনভোগ কমিউনিটি হলে, মন্ডলের পঞ্চায়েত প্রধান উপপ্রধান গনকে নিয়ে বীজ বিতরণ সভায় এই কথাগুলি বলেন কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়। জাতি ধর্ম বর্ণ এবং রাজনৈতিক পরিচয় বিচার না করে ভারতীয় জনতা কিষান মোর্চা বন্যা বিধ্বস্ত দক্ষিণ জেলা গোমতী এবং সিপাহীজলা জেলাতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সেবা করে চলেছে। বিধ্বংসী বন্যায় কৃষকের সমস্ত ফসল শেষ হয়ে গেছে কৃষক আজ দিশাহারা ঠিক সেই মুহূর্তে ভারতের যশস্বী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি জির নর্থইস্ট কম্পনেন্ট প্রজেক্ট এর মাধ্যমে পাওয়া আট প্রকার বীজ সম্বলিত একটি প্যাকেট এইরকম চল্লিশটি প্যাকেটের একটি করে ব্যাগ পঞ্চায়েত প্রধান উপ প্রধানদের হাতে তুলে দেওয়া হয়। উনারা নিজ নিজ গ্রামে গরিব কৃষকের মধ্যে সবজি বীজ গুলি বিতরণ করবেন। মোর্চার সভাপতি আরো বলেন এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা বিশ্বের সবচাইতে বড় দলের সদস্য। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা যে দলে আমরা সেই দলের সদস্যপদ গ্রহণ করব। উপস্থিত বিজেপি কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার সমিতির মেম্বার পঞ্চায়েত প্রধান উপপ্রধান সকলের উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেকে কমপক্ষে একশ জন করে বিজেপি সদস্য তৈরি করতে হবে। যাহাতে একজন ও গরিব কৃষক বিজেপির সদস্য হওয়া থেকে বঞ্চিত না হন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিষান মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক বিজেপি ধনপুর মন্ডল সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতি এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাজী সেলিম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ