Advertisement

Responsive Advertisement

মা ঊষা চেরিটেবল ট্রাস্ট এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির ডক্টরস সেলের উদ্যোগে স্বাস্থ্য শিবির

 
আগরতলা, ৮ সেপ্টেম্বর : সম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণের সাহায্যে এগিয়ে এলো রাজধানী আগরতলার বড়দয়ালী এলাকার মা ঊষা চেরিটেবল ট্রাস্ট এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির ডক্টরস সেল। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে রবিবার গোমতী জেলার পূর্বচন্দ্রপুর এলাকার আরএফভিসি এলাকার হল ঘরে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়। পাশাপাশি এ দিল দক্ষিণ জেলার মুহুরীপুর বাজারের বাজারের রাম ঠাকুরের আশ্রম এবং পশ্চিম পিলাকের কলনি বাজারে একই দিনে মোট তিনটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবির গুলিতে বন্যা দুর্গত সাধারন মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই শিবির গুলিতে বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাও করা হয়। ৩৮০ জনেরও বেশি পীড়িত সাধারণ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচি গুলিকে উপস্থিত ছিলেন মা ঊষা চেরিটেবল ট্রাস্টের সম্পাদক ডা সুশান্ত রায় সহ অন্যান্য ডাক্তাররা। এদিনের এই শিবির গুলি সম্পর্কে ডা সুশান্ত রায় সংবাদ মাধ্যমকে বলেন, বন্যা দুর্গত মানুষদের সহযোগিতা করতে পেরে তারা মানসিক ভাবে তৃপ্ত। আগামী দিনেও তারা এভাবে মানুষের কল্যাণে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরসহ সামাজিক কর্মসূচি করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ