তিনি এখন প্রতিদিন রুটিন করে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছে। শুধুমাত্র ঘুরে দেখাই নয়, হঠাৎ করে অসহায় হয়ে যাওয়া মানুষগুলির প্রয়োজনীয় খাবারদাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, পরিধানের কাপড় তুলে দিচ্ছেন। দক্ষিণ জেলা থেকে শুরু করে সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকায় নিয়ে গিয়ে ত্রাণ সামগ্রীগুলো নিজ হাতে বিতরণ করছেন। সেই সঙ্গে আগামী দিনেও তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। এই কঠিন সময়ে প্রিয় জননেত্রীকে কাছে পেয়ে সহায় সম্বলহীন মানুষগুলি ক্ষনিকের জন্য যেন তাদের সকল দুঃখ ভুলে যাচ্ছেন। কেউবা নেত্রীকে প্রণাম করছেন কেউ আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরছেন বয়স্ক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুহাত তুলে প্রাণ ভরে আশীর্বাদ করছেন যেন নেত্রীর আগামী দিনের পথ সুগম হয়।
0 মন্তব্যসমূহ