ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পর্যবেক্ষক মিনা টোকো সংবাদ মাধ্যমকে বলেন, তিনি নিজে অরুণাচল প্রদেশ রাজ্য থেকে আসলেও ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন। এই রাজ্যে প্রতিনিয়ত মহিলারা নির্যাতিত হচ্ছে। মহিলাদের অধিকার রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ত্রিপুরা রাজ্যের মহিলাদের অধিকার এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানান তিনি।
সংবাদ মাধ্যমের সামনে এই দিনের তাৎপর্য তুলে ধরতে গিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী বলেন, সারা ভারতবর্ষে এখন মহিলারা লাঞ্চিত ও বঞ্চিত। মহিলাদের অধিকার সুরক্ষার জন্য কংগ্রেস প্রতিনিয়ত বিশেষ করে মহিলা কংগ্রেসকাজ করে যাচ্ছে। বিশেষ এই দিনে সকলেই অঙ্গীকার করছেন মহিলাদের সুরক্ষা গান সুনিশ্চিত করার জন্য তারা কাজ করবেন।
0 মন্তব্যসমূহ