Advertisement

Responsive Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করে রাজ্যে বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ০৪ সেপ্টেম্বর: বুধবার দিল্লি সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং ত্রাণ কার্যের বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেন মুখ্যমন্ত্রী। এই কঠিন সময়ে ত্রিপুরাবাসীর প্রতি সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত কিছুদিন আগের বন্যায় প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছে ত্রিপুরা। কিছু ক্ষেত্রে এখনো চলছে ত্রাণকার্য। এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৩ জন। 
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে সর্বতোভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ