আগরতলা, ৮ সেপ্টেম্বর: জেআরবিটির ফল প্রকাশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে প্রদেশ বিজেপির তরফে। রবিবার আগরতলার কৃষ্ণনগর এলাকার দলের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ কমিটির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ মিডিয়া সেলের ইনচার্জ সুনিত সরকার।
সুব্রত চক্রবর্তী বলেন, রাজ্য সরকার এই চাকরিগুলি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রচুরসংখ্যক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি হয়েছে। এরপরও বিরোধীদের একাংশ বেকার যুবক-যুবতীদের উস্কানি দিচ্ছে ফলপ্রকাশে সরকার দীর্ঘ সময় লাগিয়ে দিয়েছে বলে। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ এবং বিশেষ করে বেকার যুবক-যুবতীদের বুঝার সুবিধার জন্য দলের তরফে স্পষ্টিকরণ দেওয়া হয়। তিনি বলেন বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো নিরপেক্ষ এবং স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে চাকরিতে নিয়োগ করা এবং যাদের চাকরি হয়েছে তাদের চাকরি যাতে আগামী দিনের সুরক্ষিত থাকে এই বিষয়টিকে সুনিশ্চিত করা। যাতে পরবর্তী সময় কেউ চ্যালেঞ্জ করে চাকরি থেকে কাউকে সরাতে না পারে। রাজ্যের পূর্বতন ইতিহাস ঘাট ঘাটলে দেখা যায় জোট সরকারের সময় বিয়ে বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানে মন্ত্রীরা উপহার হিসেবে চাকরি প্রদান করতেন। তখন কোন স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না। জোট সরকারের সময় তৎকালীন পুরসভায় বহু চাকরি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরতাদের চাকরি চলে যায়। একই ভাবে বামফ্রন্ট সরকারের সময় বহু চাকরি আদালতের নির্দেশে বা বিভিন্ন কারণেচলে গিয়েছে। মূলত নিয়োগ নীতি না মানা এবং নিয়োগ নীতি না থাকার কারণে বাম আমলে চাকরি গুলি চলে যায়। এই এই সকল বিষয় চিন্তা করে রাজ্য সরকার সুষ্ঠুভাবে নিয়োগ করছে। আগামী দিনে আরও বিভিন্ন দপ্তরে নতুন নতুন চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ