Advertisement

Responsive Advertisement

কৃষি কলেজের সহকারী অধ্যাপক জাতীয় সম্মানে ভূষিত

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : রাজধানী আগরতলার পার্শ্ববর্তী লেম্বুছড়া এলাকার কলেজ অফ এগ্রিকালচারের উদ্যানবিদ্যা বিভাগের সরকারি অধ্যাপক ড. সুখেন চন্দ্র দাস জাতীয় সম্মানে ভূষিত হয়েছেন। সম্প্রতি এগ্রিকালচার কলেজে জাতীয় স্তরের দুই দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি সরকারি অধ্যাপক ড. সুখেন চন্দ্র দাসের হাতে এই সম্মাননা পত্র তুলে দেন। সেরা মৌখিক পেপার উপস্থাপনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন৷ "জলবায়ু সহনশীল কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তি এবং উদ্ভিদ স্বাস্থ্য ব্যবস্থাপনা কৌশলগুলিতে অগ্রগতি" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। নয়াদিল্লির ইন্ডিয়ান ফাইটোপ্যাথোলজির সহযোগিতায় কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরায় এই জাতীয় স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে সায়েন্টিফিক কমিউনিটিতে ড. দাসের গবেষণাপত্রের প্রশংসা অর্জন করে। ডাঃ দাস ভারতে কলার রোগ এবং তাদের ব্যবস্থাপনার উপর গবেষণাপত্র উপস্থাপন করেন। ডাঃ দাস একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন। উত্তর-পূর্ব রাজ্য গুলি এবং ভারতের অন্যান্য অংশ থেকে এই জাতীয় সম্মেলনে ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ