আগরতলা, ৪ সেপ্টেম্বর : বিজেপি দলই কৃষকের প্রকৃত বন্ধু - কিষান মোর্চা প্রদেশ সভাপতি, বিজেপি সদস্যতা অভিযানকে সামনে রেখে গোমতী জেলা অফিসে জেলা কিষান মোর্চার সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় এই কথা বলেন। তিনি আরো বলেন ভারতের স্বাধীনতার পর অনেক দল এই দেশকে শাসন করেছে তার মধ্যে কংগ্রেস অন্যতম কংগ্রেসের শাসনকালে প্রতিদিন কৃষক আত্মহত্যা করতেন আমরা সিপিএমের শাসন দেখেছি সিপিএম কৃষককে রেগা শ্রমিক বানিয়ে রেখেছিল শুধু লম্বা লম্বা লাইনে কৃষকদের শামিল করা হতো। ২০১৮ সাল থেকে এই রাজ্যের কৃষকের অবস্থার উন্নতি হতে শুরু হয়। কিষান সম্মান নিধি, সহায়ক মূল্যে ধান ক্রয়, বিনামূল্যে সার বীজ সহায়ক মূল্যে কৃষি যন্ত্রপাতি, ফারমার্স ক্লাব ও স্ব সহায়ক দলকে ১০ লক্ষ টাকার ফার্ম মেশিনারি ব্যাংক ফ্রি, কৃষকের ঘরে ঘরে শৌচালয়, ঘরে ঘরে জল ঘরে ঘরে বিদ্যুৎ লক্ষ লক্ষ কৃষকের পাকা ঘর আয়ুষ্মান কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবার গ্যারান্টি উন্নত শিক্ষার ব্যবস্থা। কৃষকের আয় আগের সরকারের আমল থেকে এখন দ্বিগুণ হয়েছে। আমাদের সৌভাগ্য বিশ্বের সর্ববৃহৎ দল এবং সর্বশ্রেষ্ঠ নেতা যে দলের সদস্য আমরা সেই দলের সদস্য হব তাই একজন কৃষকও যাহাতে বিজেপির সদস্য পদ গ্রহণ থেকে বঞ্চিত না হন আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সভায় রাধা কিশোরপুর মন্ডলের নয়টি পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান উপ-প্রদান গণকে সংবর্ধিত করা হয় এবং উনাদের গ্রামের গরীব কৃষকের জন্য প্রতি প্রধানের হাতে এক ব্যাগ করে সবজি বীজ তুলে দেওয়া হয়। বিধ্বংসী বন্যায় রাধাকিশোরপুর মন্ডলের কৃষক অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানগণ নিজ নিজ গ্রামে তাৎক্ষণিক । তিনি বলেন এই বীজ ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নর্থইস্ট কম্পনেন্ট প্রজেক্ট থেকে পাওয়া প্রতিটি বীজের প্যাকেটে আটপ্রকার সবজি বীজ রয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক তাপস দাস, জেলা পরিষদ সদস্য তথা কৃষাণ মোর্চা জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, কিষান মোর্চা প্রদেশ সদস্য পান্নালাল সাহা পরিমল রিয়াঙ তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস প্রমূখ।
0 মন্তব্যসমূহ