Advertisement

Responsive Advertisement

জৈব চাষ বিষয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আগরতলায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : সোমবার আগরতলায় অনুষ্ঠিত হয় রিজিওনাল কনফারেন্স অন অর্গানিক ফার্মিং। মূলত রিজিওনাল সেন্টার ফর অর্গানিক এন্ড ন্যাচারাল ফার্মিং ইম্ফল এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এর যৌথ ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর আর সিএনএফ ইম্ফল ডক্টর ভি ওয়াই, যুগ্ম পরিচালক রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রর জয়েন্ট ডিরেক্টর ড. উত্তম সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন এই কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে কৃষকদের অর্গানিক ফার্মিং এর বিষয়ে খুঁটিনাটি বিভিন্ন তথ্য প্রদান করা যাতে করে কৃষকরা অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে আরো নিজেদের দক্ষতার বৃদ্ধি করতে পারে। এবং সেই বিষয়গুলোকে জব্দ করে মাঠে নেমে তা মেনে কাজ করতে হবে তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। একই সাথে আরো জানান এই প্রকল্পগুলো শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের জন্যই গৃহীত হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের নিজের ক্ষেত্রে উন্নয়নের জন্য সাহায্য প্রদান করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ